We have 259 guests and no members online
কলেজের ইতিহাস
- Details
- Hits: 2834
নওগাঁ সদরের দুটি কলেজ, ডিগ্রী কলেজ এবং বি.এম.সি কলেজ যৌথভাবে সরকারি হওয়ায় ১৯৮০ খ্রি. থেকে নওগাঁবাসীর মনে একটি নতুন কলেজের অভাব অনুভূত হয়ে আসছিল। প্রায় এক যুগ পরে ১৯৯২ খ্রি. নওগাঁ আস্তান মোল্লা ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নওগাঁবাসীর এ অভাব পূরণ হয়। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় নওগাঁর বিদ্রোহী কৃষক নেতা জনাব (বৃটিশ শাসনামলের) আস্তান মোল্লার নামে। দুবলহাটীর তৎকালীন জমিদার হরনাথ রায়ের দ্বারা মুসলমান প্রজাদের জমির খাজনা সম্পর্কিত উৎপীড়িন এবং বৃটিশ সরকারের অপশাসনের প্রতিবাদে মূলত ১৮৯৩ খ্রি. প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার প্রজাকে সংগঠিত করে সাত বছর ব্যাপী এক সফল বিদ্রোহের নেতেৃত্ব দেন আস্তান মোল্লা। নওগাঁ সদর উপজেলার ৮নং হাঁসাইগাড়ী ইউনিয়নের হাঁসাইগাড়ী গ্রামে আনুমানিক ১৮৩০ খ্রি. তাঁর জন্ম হয়। মুসলমান প্রজা ও প্রান্তিক কৃষকদের মনে আত্নচেতনা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন এই অদম্য সাহসী কৃষকনেতা। প্রায় নব্বই বছর বয়সে ১৯৪০ খ্রি. নওগাঁ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর নামে কলেজটি নামকরণ করে মূলত: নওগাঁবাসী তাঁদের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখারই প্রয়াস পেয়েছেন। বর্তমানে একাধিক বিষয়ে সম্মান কোর্স চালুর মাধ্যমে কলেজটি অনার্স কলেজে উন্নিত হয়েছে।